মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯২
৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৯২। হযরত মুআয ইবনে আনাস জুহানী তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এরশাদ করিয়াছেনঃ জুমুআর দিনে যে ব্যক্তি লোকের ঘাড়ে লাফাইয়া সম্মুখে যাইবার চেষ্টা করে, (কেয়ামতের দিন) তাহাকে জাহান্নামের পুলস্বরূপ করা হইবে। হাদীসটি তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহা গরীব।
وَعَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ اتَّخَذَ جِسْرًا إِلَى جَهَنَّمَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, আগে বসিবার জন্য সকাল সকাল মসজিদে যাওয়া উচিত। কিন্তু এক শ্রেণীর লোককে দেখা যায়, পরে যাইয়া মানুষ ঠেলিয়া আগে বসিবার চেষ্টা করে। ইহাতে সওয়াবের বদলে গোনাহ্ হইবে। তবে যদি সম্মুখে জায়গা খালি থাকে যাইতে পারে। ইহার জন্য যাহারা সম্মুখে জায়গা খালি রাখিয়া পিছনে বসিয়াছে তাহারাই দায়ী।
