মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৮৪
৪৪. প্রথম অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যখন জুমুআর দিন আসে, ফিরিশতাগণ মসজিদের দরজায় আসিয়া দাড়ান এবং যার পূর্বে যে আসে তাহা লিখিতে থাকেন। যে ব্যক্তি খুব সকালে আসে তাহার উদাহরণ হইতেছে, যে মক্কায় কোরবানী করার জন্য একটি উট পাঠায়। অতঃপর যে আসে তাহার [উদাহরণ, যে একটি গরু পাঠায়। অতঃপর আগমনকারী একটি দুম্বা, অতঃপর আগমনকারী একটি মুরগী, অতঃপর আগমনকারী যেমন একটি ডিম পাঠাইল। যখন ইমাম (খোতবার জন্য) বাহির হন, ফিরিশতাগণ তাহাদের কাগজ মুড়িয়া লন এবং খোতবা শুনিতে আরম্ভ করেন। -মোত্তাঃ
بَابُ التَّنْظِيْفِ وَالتَّبْكِيْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتِ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ ويستمعون الذّكر»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জুমআর দিন মসজিদে আগে আগে উপস্থিত হওয়া উত্তম। এটাই হানাফী মাযহাবের মত। (তাহতাবী: ২/২৬৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৮৪ | মুসলিম বাংলা