মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৪৭
৪১. তৃতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্, (ﷺ) মিনায় নামায দুই রাকআত পড়িয়াছেন। তাহার পর হযরত আবু বকর, তাঁহার পর হযরত ওমর, তাঁহার পর হযরত ওসমান (রাঃ)-ও আপন খেলাফতের প্রথম দিকে (দুই রাকআতই পড়িয়াছেন।) অতঃপর হযরত ওসমান চারি রাকআত পড়েন। (পরবর্তী রাবী বলেন, ) হযরত ইবনে ওমর (রাঃ) যখন ইমামের সাথে ( ওসমানের সাথে) পড়িতেন চারি রাকআতই পড়িতেন এবং যখন একা পড়িতেন দুই রাকআত পড়িতেন। — মোত্তাঃ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمنى رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ بَعْدَهُ وَعُمَرُ بَعْدَ أَبِي بَكْرٍ وَعُثْمَانُ صَدَرًا مِنْ خِلَافَتِهِ ثُمَّ إِنَّ عُثْمَانَ صَلَّى بَعْدُ أَرْبَعًا فَكَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ صَلَّى أَرْبَعًا وَإِذَا صلاهَا وَحده صلى رَكْعَتَيْنِ
হাদীসের ব্যাখ্যা:
মুসনাদে ইমাম আহমদে আছে, হযরত ওসমান (রাঃ) পরে চারি রাকআত পড়া শুরু করিলে লোক আপত্তি করিয়া উঠে। উত্তরে তিনি বলেন, আমি মক্কায় আসিয়া শাদী করিয়াছি, আর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোন শহরে শাদী করে সে যেন মুকীমের ন্যায় নামায পড়ে। অতএব, আমি চারি রাকআত পড়িতেছি।
