মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪৬
৪১. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪৬। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে কোন কাজে পাঠাইলেন। আমি আসিয়া দেখি তিনি তাঁহার সওয়ারীর উপরে পূর্বদিকে ফিরিয়া নামায পড়িতেছেন এবং সজদাকে রুকূ অপেক্ষা কিছু অধিক নীচু করিতেছেন । —আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَجِئْتُ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ وَيَجْعَلُ السُّجُودَ أَخفض من الرُّكُوع. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৪৬ | মুসলিম বাংলা