মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১০
৩৮. প্রথম অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত
১৩১০। তাবেয়ী বিবি মু'আযা বলেন, একদা আমি বিবি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহার নামায কয় রাকআত পড়িতেন ? তিনি বলিলেন, চারি রাকআত, আর যখন আল্লাহ্ তাওফীক দিতেন কিছু বেশী পড়িতেন। —মুসলিম
بَابُ صَلَاةِ الضُّحى
وَعَن معَاذَة قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: كَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الضُّحَى؟ قَالَتْ: أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) যোহার নামায সাধারণত চারি রাকআতই পড়িতেন, আর কখনও আট রাকআত। ইহাই বিশ্বস্ততর কথা। তবে বার রাকআতের অধিক পড়িয়াছেন বলিয়া কোন হাদীসে নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান