মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯৭
৩৭. প্রথম অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১২৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ তাহার (ফরয) নামায মসজিদে পড়িবে, সে যেন তাহার নামাযের একাংশ (অর্থাৎ, নফল নামায) তাহার ঘরের জন্য রাখিয়া দেয়। নিশ্চয়, আল্লাহ্ তা'আলা তাহার এই নামাযের দরুন তাহার ঘরে কল্যাণ দান করিবেন। —মুসলিম
بَابُ قِيَامِ شَهْرِ رَمَضَانَ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجده فليجعل لبيته نَصِيبا من صلَاته فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صِلَاتِهِ خيرا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি এই অধ্যায়ে স্থাপন দ্বারা গ্রন্থকার ইহাই বুঝাইতে চাহেন যে, হাদীসটি তারাবীর ব্যাপারেও প্রযোজ্য। অর্থাৎ, নবী করীম (ﷺ) আমাদিগকে তারাবীর নামায ঘরে পড়ার জন্যই ইশারা করিতেছেন।
