মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮০
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮০। ইমাম মালেক (রঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহার নিকট এই হাদীস পৌঁছিয়াছে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে জিজ্ঞাসা করিল, বিতির কি ওয়াজিব ? তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিশ্চয় বিতির পড়িয়াছেন এবং মুসলমানরাও (অর্থাৎ, প্রধান সাহাবীরাও) বিতির পড়িয়াছেন। লোকটি বার বার তাঁহাকে এই প্ৰশ্ন করিতে লাগিল আর তিনি বরাবরই বলিতে রহিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিশ্চয় বিতির পড়িয়াছেন এবং মুসলমানরাও পড়িয়াছেন। —মোয়াত্তা
وَعَنْ مَالِكٍ بَلَغَهُ أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ عَنِ الْوِتْرِ: أَوَاجِبٌ هُوَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ. فَجَعَلَ الرَّجُلُ يُرَدِّدُ عَلَيْهِ وَعَبْدُ اللَّهِ يَقُولُ: أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ. رَوَاهُ فِي الْمُوَطَّأ

হাদীসের ব্যাখ্যা:

তাহার কথার অর্থ, আমি ফরয-ওয়াজিব কিছু বুঝি না। হুযূর (ﷺ) ইহা বরাবর পড়িয়াছেন এবং সাহাবীগণও পড়িয়াছেন ও পড়িতেছেন; সুতরাং ইহা পড়িতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৮০ | মুসলিম বাংলা