মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৭৯
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৯। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে বিতির না পড়িয়া ঘুমাইয়াছে অথবা উহা ভুলিয়া গিয়াছে, সে যেন উহা পড়িয়া লয় যখন স্মরণ হয় অথবা যখন সে জাগরিত হয়। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من نَام عَن الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ أَوْ إِذا اسْتَيْقَظَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইহাও বিতির ওয়াজিব হওয়ার একটি দলীল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান