মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৭৭
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, আমীরুল মু'মিনীন হযরত মুআবিয়া (রাঃ) সম্পর্কে আপনার কিছু বলিবার আছে কি—তিনি যে এক রাকআত ছাড়া বিতির পড়েন না? ইবনে আব্বাস বলিলেন, তিনি ঠিকই করেন। তিনি একজন ফকীহ্ (শরীআতের আহকাম সম্পর্কে জ্ঞানী ব্যক্তি)।
অপর এক রেওয়ায়তে আছে, তাবেয়ী ইবনে আবু মোলাইকা বলেন, একদা আমীর মুআবিয়া (রাঃ) এশার পর এক রাকআত বিতির পড়িলেন; তখন তাঁহার নিকট হযরত ইবনে আব্বাসের এক ভৃত্য উপস্থিত ছিল। সে ইবনে আব্বাসের নিকট আসিয়া তাঁহাকে উক্ত সংবাদ দিল। ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, তাঁহার কথা ছাড়, তিনি নবী করীম (ﷺ)-এর একজন সাহাবী। – বোখারী
অপর এক রেওয়ায়তে আছে, তাবেয়ী ইবনে আবু মোলাইকা বলেন, একদা আমীর মুআবিয়া (রাঃ) এশার পর এক রাকআত বিতির পড়িলেন; তখন তাঁহার নিকট হযরত ইবনে আব্বাসের এক ভৃত্য উপস্থিত ছিল। সে ইবনে আব্বাসের নিকট আসিয়া তাঁহাকে উক্ত সংবাদ দিল। ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, তাঁহার কথা ছাড়, তিনি নবী করীম (ﷺ)-এর একজন সাহাবী। – বোখারী
عَنِ ابْنِ عَبَّاسٍ قِيلَ لَهُ: هَلْ لَكَ فِي أَمِير الْمُؤمنِينَ مُعَاوِيَة فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ؟ قَالَ: أَصَابَ إِنَّهُ فَقِيهٌ
وَفِي رِوَايَةٍ: قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ الْعِشَاءِ بِرَكْعَةٍ وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرَهُ فَقَالَ: دَعْهُ فَإِنَّهُ قَدْ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
وَفِي رِوَايَةٍ: قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ الْعِشَاءِ بِرَكْعَةٍ وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرَهُ فَقَالَ: دَعْهُ فَإِنَّهُ قَدْ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
