মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৭৫
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৫। নাসায়ীর অপর বর্ণনায় রহিয়াছে, তাবেয়ী আব্দুর রহমান ইবনে আবযা (রঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তাঁহার পিতা আবযা বলিয়াছেন, হুযূর যখন (বিতিরের) সালাম ফিরাইতেন, বলিতেনঃ 'সোবহানাল মালিকিল কুদ্দুস' তিনবার এবং স্বর উচ্চ করিতেন তৃতীয়ে।
وَفِي رِوَايَةٍ لِلنَّسَائِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ: كَانَ يَقُولُ إِذَا سَلَّمَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا وَيَرْفَعُ صَوْتَهُ بالثالثة

হাদীসের ব্যাখ্যা:

তৃতীয়ে—অর্থাৎ, তৃতীয়বারে অথবা তৃতীয় ('কুদ্দুস') শব্দে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৭৫ | মুসলিম বাংলা