মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৬৩
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৩। হযরত গোয়াইফ ইবনে হারেস তাবেয়ী বলেন, আমি একদা হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি দেখিয়াছেন—রাসূলুল্লাহ্ (ﷺ) জানাবতের (অ-শুচির) গোসল প্রথম রাত্রিতে করিতেন অথবা শেষ রাত্রিতে? আয়েশা (রাঃ) উত্তর করিলেন, তিনি কখনও প্রথম রাতে গোসল করিতেন আর কখনও শেষ রাত্রিতে। আমি বলিলাম, আল্লাহু আকবর! আল্লাহর শোকর, যিনি শরীআতের ব্যাপারকে প্রশস্ত করিয়া দিয়াছেন। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, হুযূর বিতির কি প্রথম রাত্রিতে পড়িতেন অথবা শেষ রাত্রিতে ? তিনি বলিলেন, কখনও প্রথম রাত্রিতে পড়িতেন আর কখনও শেষ রাত্রিতে। আমি বলিলাম, আল্লাহু আকবর! আল্লাহর শোকর, যিনি শরীআতের ব্যাপারকে প্রশস্ত করিয়া দিয়াছেন। পুনরায় আমি জিজ্ঞাসা করিলাম, হুযূর (তাহাজ্জুদের) কেরাআত শব্দ করিয়া পড়িতেন অথবা নিঃশব্দে? তিনি বলিলেন, কখনও শব্দ করিয়া পড়িতেন আর কখনও নিঃশব্দে। আমি বলিলাম, আল্লাহু আকবর! আল্লাহর শোকর, যিনি শরীআতের ব্যাপারকে প্রশস্ত করিয়াছেন। – আবু দাউদ, ইবনে মাজাহ্ শেষাংশ।
عَن غُضَيْف بن الْحَارِث قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فِي أَوَّلِ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ؟ قَالَتْ: رُبَّمَا اغْتَسَلَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا اغْتَسَلَ فِي آخِرِهِ قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: كَانَ يُوتِرُ أَوَّلَ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ؟ قَالَتْ: رُبَّمَا أَوْتَرَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ فِي آخِرِهِ قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: كَانَ يَجْهَرُ بِالْقِرَاءَةِ أَمْ يَخْفُتُ؟ قَالَتْ: رُبَّمَا جَهَرَ بِهِ وَرُبَّمَا خَفَتَ قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً. رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى ابْنُ مَاجَهْ الْفَصْلَ الْأَخِيرَ
