মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬২
৩৫. প্রথম অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমার দোস্ত ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে (বিশেষ) উপদেশ দিয়াছেন। (১) আমি যেন প্রত্যেক মাসে তিন দিন রোযা রাখি, (২) দুই রাকআত চাশতের নামায পড়ি এবং (৩) নিদ্রা যাইবার পূর্বে বিতির পড়ি। মোত্তাঃ
بَابُ الْوِتْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ: صِيَامِ ثَلَاثَةِ أَيَّام من كل شهر وركعتي الضُّحَى وَأَن أوتر قبل أَن أَنَام

হাদীসের ব্যাখ্যা:

হাদীসবেত্তাগণের মতে হুযূর (ﷺ) হযরত আবু হুরায়রাকে এ জন্যই চাশতের নামায দুই রাকআত পড়িতে— যাহা উহার সর্বনিম্ন সংখ্যা এবং শুইবার পূর্বেই বিতির পড়িয়া লইতে উপদেশ দিয়াছিলেন, যাহাতে তাঁহার এলম তলব করা ব্যাহত না হয়। তিনি গভীর রাত্রি পর্যন্ত হাদীস হেফযের কাজে ব্যাপৃত থাকিতেন। সুতরাং তাঁহার পক্ষে শেষ রাত্রিতে উঠার ভরসা ছিল না; সকালেও তিনি হাদীস আলোচনা করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৬২ | মুসলিম বাংলা