মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৪১
৩৪. প্রথম অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা

ইসলামের দৃষ্টিতে যে কোন কাজেই কমি-বেশী উভয়ই দূষণীয়। সুতরাং নফল এবাদতেও উভয় দিক পরিহার করিয়া চলিবে-এ অধ্যায়ে ইহাই বলা হইয়াছে। —অনুবাদক
১২৪১। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন মাসে এভাবে রোযা ছেড়ে দিতেন যে, আমরা মনে করতাম, তিনি এ মাসে আর রোযা পালন করবেন না। আবার কোন মাসে এভাবে রোযা পালন করতেন যে, আমরা মনে করতাম তিনি এ মাসে আর রোযা ছাড়বেন না। আর তুমি যদি তাঁকে রাতে নামায আদায়রত অবস্থায় দেখতে চাইতে তবে তা দেখতে পেতে, আবার যদি তুমি তাঁকে ঘুমন্ত দেখতে চাইতে তবে তাও দেখতে পেতে।
بَابُ الْقَصْدِ فِي الْعَمَلِ
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ مِنَ الشَّهْرِ حَتَّى يُظَنَّ أَنْ لَا يَصُومَ مِنْهُ وَيَصُومُ حَتَّى يُظَنَّ أَنْ لَا يُفْطِرَ مِنْهُ شَيْئًا وَكَانَ لَا تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْتَهُ وَلَا نَائِمًا إِلَّا رَأَيْتَهُ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, না তিনি সারা মাস রোযা ছাড়া থাকিতেন আর না সারা মাস রোযা রাখিতেন ; এভাবে তিনি না সারা রাত্রি ঘুমাইয়া কাটাইতেন আর না সারা রাত্রি এবাদত করিতেন । উভয় ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৪১ | মুসলিম বাংলা