মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩১
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩১। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দোআ ত্বরিত কবুল হয়? হুযূর (ﷺ) বলিলেনঃ রাত্রির শেষার্ধের মধ্য ভাগের দো'আ এবং ফরয নামাযের পরের দোআ। – তিরমিযী
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفُ اللَّيْلِ الآخر ودبر الصَّلَوَات المكتوبات» . رَوَاهُ التِّرْمِذِيّ
