মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩০
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ সেই ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে ব্যক্তি রাতে উঠিয়া নামায পড়ে এবং আপন স্ত্রীকেও জাগাইয়া দেয় এবং সেও নামায পড়িয়াছে, আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে, তাহার মুখে পানি ছিটকাইয়া দিয়াছে। এইরূপে আল্লাহ্ অনুগ্রহ বর্ষণ করুন সেই স্ত্রীলোকের প্রতি যে রাতে উঠিয়া নামায পড়িয়াছে এবং আপন স্বামীকেও জাগাইয়া দিয়াছে এবং সেও নামায পড়িয়াছে। আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে তাহার মুখমণ্ডলে পানি ছিটকাইয়া দিয়াছে। –আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ. رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ المَاء» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

যদি ঘুমের ব্যাঘাতে আপন সঙ্গীর বিশেষ কোন ক্ষতির আশংকা না থাকে, তাহা হইলে তাহাকে উঠাইয়া দেওয়াই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান