মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২২১
- নামাযের অধ্যায়
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২১। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির উল্লেখ করা হইল এবং বলা হইল, সে সারা রাত্রি ঘুমাইতে রহিল, যাবৎ না প্রভাত হইল, নামাযের জন্য উঠিল না। শুনিয়া হুযুর বলিলেন, সে এমন ব্যক্তি যাহার কানে অথবা হুযুর বলিয়াছেন যাহার দুই কানে শয়তান প্রস্রাব করিয়া দিয়াছে। — মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقيل لَهُ مازال نَائِمًا حَتَّى أَصْبَحَ مَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ: «ذَلِكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ» أَو قَالَ: «فِي أُذُنَيْهِ»

হাদীসের ব্যাখ্যা:

কানে শয়তানের প্রস্রাব করা বাস্তবেও হইতে পারে, যাহার তত্ত্ব হুযূর (ছাঃ) জানিতেন অথবা তাহার কানের অসারতা বুঝাইবার জন্যই হুযুর ইহা রূপকভাবে বলিয়াছেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)