মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৯
- নামাযের অধ্যায়
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমাদের কেহ ঘুমায় শয়তান তাহার মাথার পিছন দিকে তিনটি গিরা দেয়। এবং প্রত্যেক গিরার উপর মোহর মারে" এখনও ঢের রাত্রি আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও।" যদি সে জাগে এবং আল্লাহকে স্মরণ করে, একটি গিরা খুলিয়া যায়। অতঃপর যদি সে ওযু করে আরও একটি গিরা খুলিয়া যায়। তৎপর যদি সে নামায পড়ে তবে অপর গিরাটিও খুলিয়া যায় এবং সে প্রভাতে উঠে প্রফুল্ল মন পবিত্র অন্তরে, অন্যথায় সে প্রভাতে উঠে কলুষিত অন্তর ও অলস মনে। মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طيب النَّفس وَإِلَّا أصبح خَبِيث النَّفس كسلانا

হাদীসের ব্যাখ্যা:

এবাদতের নিমিত্ত রাতে উঠার বিরুদ্ধে শয়তানের প্রবল বাধাদানকেই হুযূর (ﷺ) তিনটি গিরাদানের উদাহরণের মধ্য দিয়া বুঝাইতে চেষ্টা করিয়াছেন। অথবা বাস্তবেই এইরূপ গিরা দান করে। ইহার তত্ত্ব তিনি অবগত ছিলেন, আমরা অবগত নহি।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)