মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯৩
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৯৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নামায পড়িতে উঠিতেন, দুই রাকআত সংক্ষিপ্ত নামায দ্বারা উহা আরম্ভ করিতেন। -মুসলিম
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ لِيُصَلِّيَ افْتتح صلَاته بِرَكْعَتَيْنِ خفيفتين. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এই দুই রাকআত 'তাহিয়্যাতুল ওযু' নামক নামায ছিল। প্রত্যেক ওযুর পর দুই রাকআত সংক্ষিপ্ত নামায পড়া মোস্তাহাব, ইহা ওযূ অধ্যায়ে বলা হইয়াছে
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৯৩ | মুসলিম বাংলা