মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯২
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৯২। তাবেয়ী হযরত মাসরূক (রঃ) বলেন, আমি একদা হযরত আয়েশা (রাযিঃ) কে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, ফজরের দুই রাকআত বাতীত উহা ৭, ৯ ও ১১ রাকআত ছিল। বোখারী
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَنْ مَسْرُوقٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ. فَقَالَت: سبع وتسع وَإِحْدَى عشر رَكْعَة سوى رَكْعَتي الْفجْر. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, বিতিরসহ কখনও ৭, কখনও ৯ এবং কখনও ১১ রাকআত পড়িতেন।
