মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯০
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৯০। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের দুই রাকআত সুন্নত পড়িতেন, ডান পার্শ্বের উপর বিশ্রাম গ্রহণ করিতেন। মোত্তাঃ
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شقَّه الْأَيْمن
হাদীসের ব্যাখ্যা:
ফজরের সুন্নত ও ফরযের মধ্যখানে সামান্য বিশ্রাম করা মোস্তাহাব। ইমাম আবু হানীফার মতে তাহাজ্জুদের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে হইলেই মোস্তাহাব। হুযূর (সাঃ) ক্লান্তি দূর করার উদ্দেশ্যেই তাহা করিয়াছেন। স্বল্প নিদ্রার উদ্দেশ্যেই তিনি এসময় এবং অপর সকল সময় ডান পার্শ্বের উপরই শয়ন করিতেন। বাম পার্শ্বে শয়ন গভীর নিদ্রার কারণ।
