মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৯
- নামাযের অধ্যায়
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৮৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের দুই রাকআত সুন্নত পড়িতেন, আমি সজাগ থাকিলে আমার সহিত কথাবার্তা বলিতেন, অন্যথায় বিশ্রাম গ্রহণ করিতেন। —মুসলিম
كتاب الصلاة
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ فَإِنْ كُنْتُ مستيقظة حَدثنِي وَإِلَّا اضْطجع. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
তিরমিযীর এক রেওয়ায়তে রহিয়াছে, হযরত আয়েশা বলেন, “যখন আমার সহিত কথা বলার আবশ্যক থাকিত কথা বলিতেন।”
ইহাতে বুঝা গেল, সুন্নতের পর ফরযের পূর্বে আবশ্যকীয় কথা বলা যাইতে পারে; কিন্তু বিনা আবশ্যকে আজেবাজে কথা বলা মাকরূহ্ ।
ইহাতে বুঝা গেল, সুন্নতের পর ফরযের পূর্বে আবশ্যকীয় কথা বলা যাইতে পারে; কিন্তু বিনা আবশ্যকে আজেবাজে কথা বলা মাকরূহ্ ।