মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬৫
৩০. প্রথম অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে মোগাফফাল (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তোমরা মাগরিবের পূর্বে দুই রাকআত নফল নামায পড়িও।
তোমরা মাগরিবের পূর্বে দুই রাকআত নফল নামায পড়িও। কিন্তু তৃতীয়বার বলিলেন, যে ব্যক্তি ইচ্ছা করে ইহা আমি এই আশংকায় বলিলাম, যাহাতে মানুষ উহাকে সুন্নত (মোআক্কাদা) না করিয়া ফেলে। মোত্তাঃ
তোমরা মাগরিবের পূর্বে দুই রাকআত নফল নামায পড়িও। কিন্তু তৃতীয়বার বলিলেন, যে ব্যক্তি ইচ্ছা করে ইহা আমি এই আশংকায় বলিলাম, যাহাতে মানুষ উহাকে সুন্নত (মোআক্কাদা) না করিয়া ফেলে। মোত্তাঃ
بَابُ السُّنَنِ وَقَضَائِلِهَا
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «صلوا قبل صَلَاة الْمغرب رَكْعَتَيْنِ صَلُّوا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ» . قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ» . كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سنة
হাদীসের ব্যাখ্যা:
এই দুই রাকআত সুন্নত সুন্নতে মোআক্কাদা না হইলেও সাহাবা ও তাবেয়ীগণ ইহা প্রায়ই পড়িতেন। কিন্তু পরবর্তী কালের ফকীহগণ মাসায়েল সম্পর্কে লোকের অজ্ঞতা এবং জামাআতে অসুবিধা সৃষ্টির প্রতি লক্ষ্য করিয়া ইহা না পড়িবার পক্ষেই মত প্রকাশ করিয়াছেন।
