মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৪
৩০. প্রথম অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ফজরের (পূর্বের) দুই রাকআত নামায দুনিয়া ও উহার সমস্ত জিনিস অপেক্ষা উত্তম। —মুসলিম
بَابُ السُّنَنِ وَقَضَائِلِهَا
وَعَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

সুন্নতসমূহের মধ্যে সর্বাপেক্ষা অধিক মোআক্কাদা সুন্নত হইল ফজরের পূর্বের দুই রাকআত সুন্নত, অতঃপর যথাক্রমে মাগরিবের পর দুই রাকআত, যোহরের পর দুই রাকআত, এশার পর দুই রাকআত এবং যোহরের পূর্বের চারি রাকআত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৬৪ | মুসলিম বাংলা