মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৮
২৮. তৃতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিতেন, যে রুকু পাইয়াছে সে পূর্ণ রাকআতই পাইয়াছে, আর যাহার সূরা ফাতেহা ছুটিয়া গিয়াছে তাহার বহু কল্যাণই ছুটিয়া গিয়াছে। — মালেক
وَعَن أبي هُرَيْرَة أَنَّهُ كَانَ يَقُولُ: «مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ وَمَنْ فَاتَتْهُ قِرَاءَةُ أُمِّ الْقُرْآنِ فقد فَاتَهُ خير كثير» . رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

তাঁহার শেষ বাক্যের তাৎপর্য হইল, প্রত্যেকেরই নামাযের আরম্ভ হইতে জামাআতে শামিল হওয়া উচিত, যাহাতে তাহার সূরা ফাতেহা ছুটিয়া না যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৪৮ | মুসলিম বাংলা