মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৭
২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১০৭। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়িতে দাড়াইলেন, আর আমি আসিয়া তাহার বাম দিকে দাড়াইলাম। তিনি আমার হাত ধরিলেন এবং আমাকে ঘুরাইয়া তাহার ডান দিকে দাড় করাইলেন। অতঃপর জাব্বার ইবনে সাখর আসিয়া রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়াইল। এসময় তিনি আমাদের উভয়ের হাত ধরিলেন এবং ঠেলিয়া আমাদিগকে তাহার পিছনে দাড় করাইয়া দিলেন। মুসলিম
بَابُ الْمَوْقِفِ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ فَجِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَن يَمِينه ثُمَّ جَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بيدينا جَمِيعًا فدفعنا حَتَّى أَقَمْنَا خَلفه. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, মোকতাদী একাধিক হইলে পিছনে দাঁড়াইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান