মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৬
২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১০৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, একবার আমি আমার খালা উন্মুল মু'মিনীন হযরত মায়মুনার গৃহে রাত্রি যাপন করিতেছিলাম। দেখিলাম, তথায় রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামায পড়িতে দাড়াইয়াছেন। আমি যাইয়া তাহার বাম দিকে দাড়াইলাম। ইহা দেখিয়া তিনি আপন পিঠের পিছন দিয়া আমার হাত ধরিলেন এবং এইরূপে আপন পিঠের পিছন দিয়াই আমাকে তাহার ডান দিকে ঘুরাইয়া দিলেন। – মোত্তাঃ
بَابُ الْمَوْقِفِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ فِي بَيت خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِيَدِي مِنْ وَرَاءِ ظَهْرِهِ فَعَدَلَنِي كَذَلِكَ مِنْ وَرَاءِ ظَهره إِلَى الشق الْأَيْمن

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, (ক) মোকতাদী একজন হইলে ইমামের ডান দিকে দাঁড়াইবে। আরও বুঝা গেল যে, (খ) ক্ষণিকের তরেও মোকতাদীর ইমামের আগে যাওয়া জায়েয নহে, তাই হুযূর তাহাকে পিছন দিক দিয়াই ঘুরাইলেন। (গ) এতখানি কাজের দ্বারা নামায নষ্ট হয় না । (ঘ) ইমাম ইমামতের নিয়ত না করিলেও তাহার পিছনে একতেদা করা জায়েয। (ঙ) নফল নামাযেরও জামাআত জায়েয এবং তাছাড়া ইহা শিক্ষা দেওয়ার জন্যই করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১০৬ | মুসলিম বাংলা