মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৭
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৭। হযরত নো'মান ইবনে বশীর (রাঃ) বলেন, যখন আমরা নামাযের জন্য দাঁড়াইতাম রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ছফ ঠিক করিতেন। যখন আমরা ঠিক হইয়া যাইতাম তিনি তকবীরে তাহরীমা বলিতেন। – আবু দাউদ
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا إِلَى الصَّلَاةِ فَإِذَا اسَتْوَيْنَا كَبَّرَ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান