মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৬
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৬। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণ 'সালাত' পাঠান ছফের ডান দিক সমূহের প্রতি। – আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى مَيَامِنِ الصُّفُوفِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইমামের ডান দিকে দাঁড়ানোর মধ্যে অধিক ফযীলত রহিয়াছে। কিন্তু বাম দিকে লোক কম থাকিলে সেদিকেই দাঁড়াইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৯৬ | মুসলিম বাংলা