মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৪
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রথম ছফকে প্রথমে পূর্ণ করিবে, অতঃপর তাহার সংলগ্ন পিছনের ছফকে। যাহা কমতি থাকে তাহা যেন সর্বশেষ ছফে থাকে। –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ثُمَّ الَّذِي يَلِيهِ فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفّ الْمُؤخر» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, প্রথমে সামনের কাতার পূর্ণ করতে হবে। অতঃপর কাতার পূর্ণ হতে যতটুকু ঘাটতি থাকে তা যেন শেষের কাতারে থাকে। হযরত জাবের বিন সামুরা রা. থেকে অপর একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. আমাদের নিকট এসে বললেন: তোমরা কি এমনভাবে কাতারবদ্ধ হবে না, যেভাবে ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? আমরা বললাম: ইয়া রসূলুল্লাহ! ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কিভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? উত্তরে রসূলুল্লাহ স. ইরশাদ করলেন: তারা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে মিলে দাঁড়ায়। (মুসলিম: ৮৫২)
tahqiqতাহকীক:তাহকীক চলমান