মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৩
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ছফসমূহে পরস্পরে মিলিয়া দাঁড়াইবে এবং উহাদিগকে নিকটে নিকটে রাখিবে (অনুমান আড়াই হাত ফাঁক করিয়া)। আর তোমাদের ঘাড়সমূহকে সমপর্যায়ে সোজা রাখিবে। সেই খোদার কসম, যাঁহার হাতে আমার জান রহিয়াছে—নিশ্চয়, আমি শয়তানকে দেখি, সে ছফের ফাঁকসমূহে প্রবেশ করে, যেন কাল ভেড়ার বাচ্চা। –আবু দাউদ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا وَحَاذُوا بِالْأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ» . رَوَاهُ أَبُو دَاوُد
