মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৭
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৭৭। হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি আযান শুনিয়াছে অথচ জামাআতে হাযির হয় নাই, তাহার নামায নাই; কিন্তু যদি তাহার কোন গ্রহণীয় ওযর থাকে। —দারা কুতনী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يُجِبْهُ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাও জামাআতকে ফরয বুঝায় ।
