মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৪
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৪৪। মুহাম্মাদ ইবনে ইবরাহীম সাহাবী হযরত কায়স ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, নবী পাক (ﷺ) এক ব্যক্তিকে ফজরের নামাযের পর দুই রাকাত নামায পড়তে দেখে বললেন, ফজরের ফরজ দুই রাকাতের পর আরও দুই রাকাত পড়ছ কি? লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি ফজরের ফরজের পূর্বের দুই রাকাত সুন্নত পড়িনি। তাই এখন পড়ে নিলাম। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) নীরব রইলেন। -আবু দাউদ
কিন্তু তিরমিযী এর অনুরূপ রেওয়ায়াত করে বলেন যে, এই হাদীসের সনদ অবিচ্ছিন্ন নয়। কেননা মুহাম্মাদ ইবনে ইবরাহীম স্বয়ং কায়স ইবনে আমর হতে এটা শুনেন নি। অর্থাৎ হাদীসটি মুনকাতি'। এছাড়া শরহে সুন্নাহ এবং মাছাবীর বিভিন্ন কিতাবে কায়স ইবনে আমরের স্থলে কায়স ইবনে ফাহদ শব্দ রয়েছে।
عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ قَيْسِ بْنِ عَمْرو قَالَ: رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاة الصُّبْحِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ»

فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ. فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ وَقَالَ: إِسْنَادُ هَذَا الْحَدِيثِ لَيْسَ بِمُتَّصِلٍ لِأَنَّ مُحَمَّدَ بن إِبْرَاهِيم يسمع لَمْ يَسْمَعْ مِنْ قَيْسِ بْنِ عَمْرٍو. وَفِي شَرْحِ السُّنَّةِ وَنُسَخِ الْمَصَابِيحِ عَنْ قَيْسِ بْنِ قهد نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান