মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৪
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৪। হযরত আবু হরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা নবী পাক (ﷺ)-এর সাথে সূরা ইযাস সামাউন শাক্কাত এবং সূরা ইক্বরা' বিসমি রাব্বিকা পাঠান্তে সিজদাহ করেছি। -মুসলিম
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي: (إِذا السَّمَاء انشقت)
و (اقْرَأ باسم رَبك)
رَوَاهُ مُسلم
و (اقْرَأ باسم رَبك)
رَوَاهُ مُسلم