মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৩
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৩। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) ‍সূরা নাজম পাঠ করে সিজদাহ করেছেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিকগণ এবং জিন ইনসান সকলেই যারা তথায় উপস্থিত ছিল সিজদাহ করেছে। —বুখারী
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَجَدَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالْإِنْسُ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)