মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৬
- নামাযের অধ্যায়
২০. প্রথম অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০১৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা যোহরের নামায পাঁচ রাকাত পড়লেন। এতে তাঁকে বলা হল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যোহরের নামায কি এক রাকাত বর্ধিত করা হয়েছে? তিনি বললেন, তা কিরূপ? লোকগণ বললেন, আপনি নামায যে পাঁচ রাকাত পড়লেন। এটা শুনে তিনি (ﷺ) সালাম ফিরাবার পর দু'টো সিজদাহ করলেন। বর্ণনান্তরে রয়েছে, তিনি বললেন, আমিও তোমাদেরই মত একজন মানুষ তোমাদের ন্যায় আমারও ভুল হয়ে থাকে; সুতরাং কখনও আমি কিছু ভুলে গেলে তা তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। আর তোমাদের কারো নামাযের মধ্যে সন্দেহ হলে, সে যেন সত্য অবস্থা উদঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা করে এবং চেষ্টার ফলের উপর ভিত্তি করে বাকী নামায আদায় করে। তারপর সালাম ফিরায়। অতঃপর দু'টো সাহো সিজদাহ করে। —বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ السَّهْوِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلَاةِ؟ فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ. وَفِي رِوَايَةٍ: قَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثمَّ يسْجد سَجْدَتَيْنِ»