মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮০
১৯. প্রথম অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
৯৮০। হযরত মুআইকিব (রাযিঃ) নবী পাক (ﷺ) হতে সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেছেন, যে ব্যক্তি নামাযের মধ্যে সিজদার স্থানের উঁচু-নীচু মাটি সমান করে। তিনি (ﷺ) তাকে বলেছিলেন, যদি ঐরূপ তোমার করতেই হয় তবে মাত্র একবার করবে। -বুখারী, মুসলিম
بَابُ مَا لَا يَجُوْزُ مِنَ الْعَمَلِ فِي الصَّلَاةِ وَمَا يُبَاحُ مِنْهُ
وَعَنْ مُعَيْقِيبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ؟ قَالَ: «إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৮০ | মুসলিম বাংলা