মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৭৯
১৯. প্রথম অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
৯৭৯। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) নামাযে থাকা অবস্থায় আমরা তাঁকে সালাম করতাম এবং তদবস্থায় তিনিও আমাদেরকে সালামের জবাব দিতেন; কিন্তু যখন আমরা আবিসিনিয়ায় হিজরতের পর তথা হতে ফিরে এলাম এবং তাঁকে নামাযের অবস্থায় সালাম করলাম (তখন) তিনি সেই সালামের জবাব দিলেন না। আমরা তখন তাঁকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! পূর্বে আমরা আপনাকে নামাযের মধ্যে সালাম করতাম এবং আপনি তার জবাব দিতেন। (এখন তদ্রূপ দেন না কেন?) তিনি বললেন, নামাযের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর ধ্যান এবং তাতে তন্ময়তা। —বুখারী, মুসলিম
بَابُ مَا لَا يَجُوْزُ مِنَ الْعَمَلِ فِي الصَّلَاةِ وَمَا يُبَاحُ مِنْهُ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الصَّلَاةِ فَيَرُدُّ عَلَيْنَا فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فِي الصَّلَاةِ فَتَرُدُّ عَلَيْنَا فَقَالَ: إِنَّ فِي الصَّلَاةِ لَشُغْلًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৭৯ | মুসলিম বাংলা