মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩১
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯৩১। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা আমি নামায পড়ছিলাম। আর নবী পাক (ﷺ) নিকটে উপস্থিত ছিলেন। আবুবকর (রাযিঃ) এবং ওমর (রাযিঃ)ও সেখানে ছিলেন। আমি যখন দোয়া করতে শুরু করলাম প্রথমে আল্লাহ্ পাকের গুণগান করে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর দরূদ পাঠ করলাম, তারপর আমার নিজের জন্য দোয়া শুরু করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর নিকট প্রার্থনা কর। তোমার প্রার্থনা পূরণ করা হবে। -তিরমিযী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنْتُ أُصَلِّي وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ مَعَهُ فَلَمَّا جَلَسْتُ بَدَأْتُ بِالثَّنَاءِ عَلَى اللَّهِ تَعَالَى ثُمَّ الصَّلَاةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ دَعَوْتُ لِنَفْسِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلْ تعطه سل تعطه» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৩১ | মুসলিম বাংলা