মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩০
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯৩০। হযরত ফাজালাহ ইবনে উবাইদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) উপবিষ্টাবস্থায় ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামায পড়ল। তারপর মুনাজাত শুরু করে শুধু বলল, হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, হে নামাযী ব্যক্তি! দোয়ার মধ্যে খুবই তাড়াহুড়ো করে ফেলেছে; বরং যখন তুমি নামায পড়ে দোয়া শুরু করবে, তখন প্রথমে আল্লাহর গুণগান করবে। যার যোগ্য তিনিই। তারপর আমার উপর দরূদ পড়বে। তারপর দোয়া করবে। ফাজালাহ বলেন, এরপর আর এক ব্যক্তি এসে নামায পড়ল। সে আল্লাহর গুণগান করতঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি দরূদ পড়ল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে নামাযী ব্যক্তি! আল্লাহর দরবারে কিছু প্রার্থনা কর, তা কবুল হবে। -তিরমিযী, আবু দাউদ
ইমাম নাসায়ী (রহ) ও অনুরূপ রেওয়ায়াত করেছেন।
ইমাম নাসায়ী (রহ) ও অনুরূপ রেওয়ায়াত করেছেন।
وَعَن فضَالة بن عُبَيْدٍ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ» . قَالَ: ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَرَوَى أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ نَحوه
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, তাশাহ্হুদের পরে প্রথমে দরূদ এবং তারপর দুআ করতে হয়। এ পদ্ধতিতে দুআ করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫১২)
