মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৭
১৫. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৭। হযরত নাফে' (রহ) বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) নামাযের মধ্যে বসবার সময় উভয় হাত উভয় হাঁটুর উপর রাখতেন এবং তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এই সময় তিনি তাঁর দৃষ্টি ঐ অঙ্গুলির দিকে নিবদ্ধ রাখতেন। তারপর হযরত ওমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, নিশ্চয় এভাবে শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করা শয়তানের প্রতি লোহার তীরের তুলনায়ও অধিক কঠোর। -আহমদ
وَعَنْ نَافِعٍ قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَأَشَارَ بِأُصْبُعِهِ وَأَتْبَعَهَا بَصَرَهُ ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَهِيَ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنَ الْحَدِيدِ» . يَعْنِي السبابَة. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯১৭ | মুসলিম বাংলা