মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৬
১৫. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৬। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এভাবে তাশাহহুদ শিখাতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনে পাকের কোন সূরা শিখাতেন। তিনি বলতেন, “আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে যাবতীয় সম্মান, যাবতীয় ইবাদাত, যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আল্লাহ্ পাকের শান্তি, রহমত এবং কল্যাণ আপনার প্রতি নাযিল হউক। আমাদের উপর এবং আল্লাহর পুণ্যবান বান্দাদের উপর শান্তি বর্ষিত হউক। আমি ঘোষণা করছি, আল্লাহ্ ছাড়া কোন মা'বুদ নেই এবং হযরত মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। আমি আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করছি এবং দোযখ হতে আশ্রয় চাচ্ছি। -নাসায়ী
عَن جَابِرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ من الْقُرْآن: «بِسم الله وَبِاللَّهِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ وَأَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ» . رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯১৬ | মুসলিম বাংলা