মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৯
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৮৯। হযরত বারা ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেহেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, সিজদাহ করবার সময় তুমি তোমার উভয় হাতের তালু যমিনে রাখবে এবং উভয় কনুই উঠিয়ে রাখবে। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَجَدْتَ فضع كفيك وارفع مرفقيك رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)