মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৫
- নামাযের অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - রুকূ‘
৮৮৫। হযরত আবু কাতাদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, চোরদের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যে তার নামায় চুরি করে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! নামায চুরি করে কি প্রকারে? তিনি (ﷺ) বললেন, সে নামাযের রুকূ ও সিজদাহ পূর্ণ করে না। -আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ؟ قَالَ: لَا يتم ركوعها وَلَا سجودها . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান