মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৪
- নামাযের অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - রুকূ‘
৮৮৪। হযরত শাকীক (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত হোযায়ফাহ (রাযিঃ) এক ব্যক্তিকে দেখলেন, সে তার রুকূ সিজদাহ (যথাযথভাবে) পূর্ণ করছে না। লোকটি নামায শেষ করলে তিনি তাকে ডেকে বললেন, তুমি নামায পড় নি। শাকীক বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন যে, তুমি এই অবস্থায় মারা গেলে আল্লাহ্ পাক মুহাম্মাদ (ﷺ)-কে যে ফেতরাতের উপর পয়দা করেছেন তুমি তা হতে পৃথক অবস্থার উপর মারা যাবে। -বুখারী
كتاب الصلاة
وَعَن شَقِيق قَالَ: إِنَّ حُذَيْفَةَ رَأَى رَجُلًا لَا يُتِمُّ رُكُوعَهُ وَلَا سُجُودَهُ فَلَمَّا قَضَى صَلَاتَهُ دَعَاهُ فَقَالَ لَهُ حُذَيْفَةُ: مَا صَلَّيْتَ. قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: وَلَوْ مِتَّ مِتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فطر الله مُحَمَّدًا صلى الله عَلَيْهِ وَسلم. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮৮৪ | মুসলিম বাংলা