মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৮
- নামাযের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৪৮। হযরত ওকবাহ ইবনে আমের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর উটের লাগাম ধরে আগে আগে চলতাম। একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে ওকবাহ! আমি কি তোমাকে উত্তম দু'টো সূরা শিখিয়ে দিব না, যা পাঠ করা হয়? অতঃপর তিনি আমাকে সূরা নাস এবং সূরা ফালাক শিখালেন; কিন্তু এতে আমি তেমন খুশী হয়েছি বলে তিনি মনে করলেন না। এরপর ফজরের নামাযের জন্য অবতরণ করে এই সূরা দু'টো দিয়ে তিনি আমাদেরকে নামায পড়ালেন। নামায শেষে তিনি আমাকে লক্ষ্য করে বললেন, কেমন মনে করলে হে ওকবাহ? – আহমদ, আবু দাউদ, নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: كُنْتُ أَقُودُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَتَهُ فِي السَّفَرِ فَقَالَ لِي: «يَا عُقْبَةُ أَلَا أُعَلِّمُكَ خَيْرَ سُورَتَيْنِ قُرِئَتَا؟» فَعَلَّمَنِي (قُلْ أَعُوذُ بِرَبّ الفلق)

و (قل أَعُود بِرَبّ النَّاس)

قَالَ: فَلَمْ يَرَنِي سَرَرْتُ بِهِمَا جَدًّا فَلَمَّا نَزَلَ لِصَلَاةِ الصُّبْحِ صَلَّى بِهِمَا صَلَاةَ الصُّبْحِ لِلنَّاسِ فَلَمَّا فَرَغَ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا عُقْبَةَ كَيْفَ رَأَيْتَ؟» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান