মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৮
- নামাযের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮২৮। হযরত আবু কাতাদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) যোহরের নামাযের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অপর দুইটি সূরা পাঠ করতেন। তিনি কখনও কখনও আমাদেরকে কিরাত শুনিয়ে পাঠ করতেন। আর তিনি প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘ করে পড়তেন। আর এরূপে আছর এবং ফজরও পড়তেন। - বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْرَأ فِي الظُّهْرِ فِي الْأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ وَفِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَيطول فِي الرَّكْعَة الأولى مَا لَا يطول فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْح

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. প্রত্যেক ফরয নামাযের প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা করতেন। অতএব, এটাই সুন্নাত এবং উত্তম পদ্ধতি। এখানে নমুনা হিসেবে তিন ওয়াক্ত নামাযের বর্ণনা পেশ করা হয়েছে। এটাই হানাফী মাযহাবের মত।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)