মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২০
- নামাযের অধ্যায়
১১. তৃতীয় অনুচ্ছেদ - তাকবীরে তাহরীমার পর যা পড়তে হয়
৮২০। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) যখন নামায শুরু করতেন, তাকবীরে তাহরীমা বলতেন। তারপর বলতেন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ, সারা জাহানের প্রতিপালকের উদ্দেশ্যে। তাঁর কোন অংশীদার নেই এবং এরই জন্য আমি আদিষ্ট হয়েছি। আর আমিই হলাম এর প্রতি প্রথম আনুগত্য স্বীকারকারী। হে আল্লাহ্! আমাকে উত্তম কার্য এবং উত্তম চরিত্রের পথে পরিচালিত কর। উত্তম পথে তুমি ছাড়া কেউ পরিচালিত করতে পারে না এবং আমাকে কুকার্য এবং কুচরিত্র হতে তুমি ছাড়া কেউ বাঁচিয়ে রাখতে পারে না। -নাসায়ী
كتاب الصلاة
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ ثُمَّ قَالَ: «إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أَمَرْتُ وَأَنَا مِنَ الْمُسلمين اللَّهُمَّ اهدني لِأَحْسَنِ الْأَعْمَالِ وَأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَقِنِي سَيِّئَ الْأَعْمَالِ وَسَيِّئَ الْأَخْلَاقِ لَا يَقِي سَيِّئَهَا إِلَّا أَنْتَ» . رَوَاهُ النَّسَائِيُّ