মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮১৯
- নামাযের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাকবীরে তাহরীমার পর যা পড়তে হয়
৮১৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দ্বিতীয় রাকাতের পর (তাশাহহুদ পড়ে) দাঁড়াতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন দ্বারা কিরাত শুরু করতেন এবং নীরব থাকতেন না। -মুসলিম
হুমাইদী বর্ণনা করেছেন, তাঁর একা নামাযের সময় জামে' গ্রন্থকার মুসলিম হতে তদ্রূপ একা নামায পড়ার সময়ের কথা বলেছেন।
হুমাইদী বর্ণনা করেছেন, তাঁর একা নামাযের সময় জামে' গ্রন্থকার মুসলিম হতে তদ্রূপ একা নামায পড়ার সময়ের কথা বলেছেন।
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَة الثَّانِيَة استفتح الْقِرَاءَة ب «الْحَمد لله رب الْعَالمين» وَلَمْ يَسْكُتْ. هَكَذَا فِي صَحِيحِ مُسْلِمٍ. وَذَكَرَهُ الْحُمَيْدِيُّ فِي أَفْرَادِهِ وَكَذَا صَاحِبُ الْجَامِعِ عَنْ مُسلم وَحده