মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৪
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৪। হযরত ফজল ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন একটি মাঠে অবস্থান করছিলাম। তাঁর সঙ্গে ছিলেন তখন (আমাদের পিতা) আব্বাস (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) তখন ঐ মাঠে নামায পড়লেন। তাঁর সামনে কোন আড়াল ছিল না। আমাদের একটি মাদী গাধা এবং একটি মাদী কুকুর তাঁর সামনে ছুটাছুটি করছিল; কিন্তু তিনি সেদিকে কোন ভ্রূক্ষেপ করলেন না। -আবু দাউদ
وَعَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي بَادِيَةٍ لَنَا وَمَعَهُ عَبَّاسٌ فَصَلَّى فِي صَحْرَاءَ لَيْسَ بَيْنَ يَدَيْهِ سُتْرَةٌ وَحِمَارَةٌ لَنَا وَكَلْبَةٌ تعبثان بَين يَدَيْهِ فَمَا بالى ذَلِك. رَوَاهُ أَبُو دَاوُد وللنسائي نَحوه
