মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৩
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৩। হযরত মেকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি যখনই রাসূলুল্লাহ (ﷺ)-কে কোন কাষ্ঠখণ্ড বা খুঁটি অথবা কোন গাছপালা সামনে রেখে নামায পড়তে দেখেছি, তখনই দেখেছি তিনি তা নিজ ডানভ্রূর অথবা বামভ্রূর সামনেই রেখেছেন। একেবারে সোজা নাক বরাবর সামনে রাখেন নি। -আবু দাউদ
وَعَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ قَالَ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى عُودٍ وَلَا عَمُودٍ وَلَا شَجَرَةٍ إِلَّا جَعَلَهُ عَلَى حَاجِبِهِ الْأَيْمَنِ أَوِ الْأَيْسَرِ وَلَا يصمد لَهُ صمدا. رَوَاهُ أَبُو دَاوُد
